অসীম দাস
লেখক পরিচিতি
—————————
নাম : অসীম দাস
জন্ম ১৯৫৯ সালে, ২৪শে ডিসেম্বর মুর্শিদাবাদে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে রসায়নে স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম টেক করে চাকরী জীবনে প্রবেশ। প্রকাশিত কাব্যগ্রন্থ-
‘পদ্য পদ হাঁটে ‘, ‘ নির্বাচিত একশত’। বিভিন্ন পত্রিকা এবং সংকলনে লেখেন। কলকাতার নিউটাউনের বাসিন্দা।

লেখকের সৃষ্টি

ধর্ষণের ধড়ে মুন্ডমালিনী || Asim Das
মৃত নিঃশ্বাসের তড়িৎ গতিতে শেষকৃত্য করলেইকী শেষ হয় শতাব্দীর সত্য

চৈতন্যের ভোরে আলোকগন্ধা || Asim Das
আলোকগন্ধা , রাত্রি জ্বেলে রাতের দখল নাওচৈতন্যের মশাল মিছিল পথেই

আগুন জন্ম || Asim Das
মর্গের দুঃস্বপ্নশালার কূট কূট জলেনিজেই নিজের প্রথম বরফ জন্মেরতুলতুলে নাভিকুন্ড

নক্ষত্রের দীর্ঘ মৃত্যু ও রোদপাখি || Asim Das
প্রৌঢ় নক্ষত্রের দীর্ঘ মৃত্যু শেষ হয়নি এখনওচুল্লির অন্ধকার নেমে আসার

চকমকে আনন্দের ধার || Asim Das
পুরোনোর ঘাম জমে ঘর্ঘর সময়ের কাঁধেকীভাবে রাখবো ধরে চকমকে আনন্দের

ভালোবাসাবাসি || Asim Das
স্মৃতির ইথার স্রোতে সকলেই হাত ধরাধরিভেসে ভেসে শব্দহীন সেতু হয়ে

সমান্তরাল স্বপ্নজীবন || Asim Das
তোমার তুমুল শোকের ঝাঁক আমাকে দাও ,আমি তোলপাড় কান্নার বাঁক

কাপালিক চক্রব্যুহ ফুঁড়ে || Asim Das
হে আমার দুব্বোঘাসী প্রশ্বাসের জমজ জীবন ,তুমি ছাড়া আমার কোনও

দরকারি অভিশাপ || Asim Das
মারীচের নেশা আলেয়ার তৃষা মরীচিকা মোহে ঝাঁপনির্মম সুরে বুনে চলা

টাপুর টুপুর বৃষ্টি নুপূর || Asim Das
গ্রামীণ শিকড় মুখোমুখি করছি শুরু সাঁঝ আলাপবোস্টনের এক বার্বিকিউ-এ উজিয়ে

ছায়াবাড়ি || Asim Das
আমার রোদ ছুঁয়েছে ছায়াতোমার রোদেই ছায়াবাড়ি ,আমার শোক শুকোলে মায়াতোমার

বাঁচতে দেরী হলে || Asim Das
ভাসা ভাসা দূরত্বে শুধু ভেসেই রইলামকোনও কিছুরই একনিষ্ঠ সঙ্গী হতে

নগ্ন পুকুরে নরম বৃষ্টি || Asim Das
কতো আর হাড়ে মাসে লুকোবে সংযমশিরীন শিরায় যে হরিণীর ঘাস

নির্ধারিত কবিতার পরিবর্তে || Asim Das
একটা তুলকালাম রঙের ম্যাটিনি মুগ্ধ কবিতা লিখবো বলে আগের লটপটে

নির্ধারিত সময়ের পরে || Asim Das
ঘুঘুর কন্ঠনালীতে ঢুকে এই ভরা বসন্তেওআমি সম্পর্ক নিরপেক্ষ নির্জন হয়ে

ত্রিশঙ্কু জ্বরে হ্যামলেট বোধ || Asim Das
আমি বসন্তের বাগানে হাঁটছিআর আমার সারা গায়ে ফাগুন মাখিয়ে দিচ্ছেএক

হৃদয়ের হ্যামলিন ভোরে || Asim Das
অসম্ভবের ছায়া আঁকি আশাঘেরা প্রান্তরের মনেমনের শরীরে বাসি রোদ পড়ার

অকারণ আনন্দের খোঁজে || Asim Das
সরস্বতী শাড়ির ছায়ারা ঘোরে পাঠহীন স্কুলের শরীরেপ্রাচীন পদ্মস্রোতে আজও রাত

অসমাপ্ত থেকে যাই || Asim Das
পরীক্ষার জন্য যা যা পাঠিয়েছি ওখানে সেখানেসবগুলোয় একসাথে হয়ে গেলে

তোমার জ্যামিতি চাই || Asim Das
তোমাকে দেখবে বলে ফাগুন সেজেছেরাধার খোঁপার চূড়া কৃষ্ণ বেঁধেছে ।

শীর্ণ সময়ের ঘুম || Asim Das
এমন একটা শীর্ণ সময় যখন দেড়শো বছরেরপ্রপিতামহের মতো তাল বৃক্ষের

ঈয়ারো অ-সুখ || Asim Das
যেভাবে ভেবেছি দেবো চুম্বন চোখেআধভেজা স্নানে বোজা পাতায় অগুরু ,আসলে

বেঁচে থাক মনে মন সাদা কাক || Asim Das
কথা শেষযাঃ চলে , শুরুতেই মাটি নিলে কি বলে !জ্যোৎস্নাকে