আমি বুক ফুলিয়ে ঘোষণা
করছি আমি অপদার্থ,
আমি জীবন দিয়ে লিখতে
শিখেছি সময়ের কবিতা,
গান্ধীজী, রামকৃষ্ণ ও পাড়ার পচাদাকে
আমার খুব ভালো লাগে।,
ভাল লাগে সেই মেয়েটাকে
যে প্রথম আমাকে বলেছিল
ভালোবাসা একটা ধর্মের নাম।
সারাদিন ঘুরে বেড়াই, সারারাত বই পড়ি
আর সবরে অবসরে লিখি
এক-একটা জ্যান্ত কবিতা
যার সারা গায়ে বারুদ মাখা থাকে,
জানি নানা রাজনীতি পবিত্র
প্রতিবাদকে কলুষিত করে ,
আর দেশজুড়ে ছোট-বড়-মাঝারি
স্বৈরাচারীরা আইন আর বেআইনের
পথে নিষ্ঠুর ভাবে দমন করে
বাক্ স্বাধীনতাকে ।
সামাজিক হাটে বিক্রি হয় সুশীলেরা,
হুজুগে মানুষের ঢল নামে, রঙিন নেশায়
বুঁদ সবাই ভুলে গেছে যন্ত্রণাময়,
লড়াইময় দিনগুলির কথা ।
তবু বাউল আর কবি যুগলবন্দীতে
গান ও কবিতায় আগুন ছড়িয়ে দেয়
ক্লীব সমাজের নিস্তেজ মন গুলোর ভেতরে।
দূর থেকেই সানাইতে ভেসে
আসে সুর মেঘমল্লার।