দুর্ভাগ্য আর আমি
আমি আর দুর্ভাগ্য,
কেউ কাউকে ছাড়া থাকতে পারিনা আমরা।
এত মজবুত জোড়,
কষ্ট আর যন্ত্রণা পেতে পেতে আমি দিশেহারা,
চোখের জল বইতে বইতে একটা সমুদ্র হয়ে গেছে, তবুও অভ্যাস করতে পারিনি এখনো,
ডান দিক থেকে বাম দিক,
সূর্য থেকে চাঁদ সবই যেন চেনা,
কিন্তু ছোঁয়া যায় না।
এত সত্য আর মিথ্যার দ্বন্দ্ব,
যে পথ চলতে গেলেও
হোঁচট খেতে হবে আর কত ঠোক্কর খেতে
হবে আমাকে জানি না,
জানিনা কেন যে বেঁচে আছি?
শুধু জানি আত্মহত্যা করার সাহস নেই।
শুধু জানি সব কিছুর মধ্যেই ব্যর্থতার পরিহাস,
লজ্জা, ঘেন্না ও ভয় এসব থাকতে নেই,
থাকাটা মহাপাপ, সত্য বলে
কিছু নেই সবই মিথ্যা, সবই উপহাস।
একে অন্যকে মিথ্যা বলে যাচ্ছি ক্রমাগত,
গায়ে চকচকে পোশাকের ভড়ং এ আমরাই মুগ্ধ,
তবু পথ চলতে হয়,
তবু অবতারণা করতে হয় কল্পনার,
কত অন্ধকার তাতে ঢেলে দিই আলোর রোশনাই,
কত কষ্ট পাওয়া জীবনে ভরিয়ে দি সুখে।
খেয়ালী পোলাও ভরা এই জীবনে
সত্য আর মিথ্যার লড়াইয়ের মাঝে আমরা
কবিরা এক অসম যুদ্ধ
চালিয়ে যাই ভালো ও মন্দের।