দিকভ্রান্ত আমরা দুজন,
বাইরে কর্কশ রোদের নদীর স্রোত বইছে,
মেঘলা রঙের ভেলা চলে গেছে কিছুক্ষন,
একটু ছায়া, একটু আশ্রয়, দিশেহারা
অল্প কিছু সবুজ ছায়া গায়ে লাগছে না,
সূর্য পুড়িয়ে দিচ্ছে, আজ শ্রমিক দিবস।
আজ কাজ বন্ধের ছুটি, বাড়িতে বিশ্রাম,
এমন করেই একদিন বিপ্লব বিশ্রামে চলে গেছে।
তারপর নাট্যশালার আধেক গরম বেঞ্চিতে বসে
শব্দের চাষ, মানুষের ঢল দেখা, স্বপ্নের কথা বলা আরও অনেক কিছু যেন প্রলাপ,
যেন বিভ্রান্তকর কিছু সংলাপ,
তবু দুজন কবি ঘুরে বেড়াই প্রথমস্য মে দিবসে।
কফি হাউস, রবীন্দ্রসদন সব বন্ধ, ঢোকা বারণ,
বিশেষ লোক ছাড়া।
আমরা দিশেহারা, আমরা বিভ্রান্ত,
আশ্রয়হীন দুই কবি ছায়া খুঁজছি,
চাইছি বসার জায়গা
লিখছি শব্দ আর করছি স্বপ্নের চাষ।