কোন কথাই রাখতে পারিনি ,
বলেছিলাম আগুন হতে চাই –
কিন্তু অন্ধকার আমাকে ভিজিয়ে দিয়েছিল
তার কান্না দিয়ে।
সবুজ সভ্যতা আমার আসেনা,
আসেনা কোন মিথ্যা লাল প্রবঞ্চনা,
ভালবাসাও আসেনা আমার শর্ত
নিয়ে নীলাভ জোৎস্নাময় রাতে।
কোন ইচ্ছাই রাখতে পারলাম না,
সব ইচ্ছাগুলো কিনে নিয়েছে অর্থবানরা ,
সব ফাঁকা ইচ্ছেগুলো নিয়ে আমি
ঘুমাতে যাই স্বপ্ন দেখার বাসনায়,
কিন্তু ঘুম আসেনা পরাজয়ের রাতে।
কোন সেরা লেখা লিখতে পারলাম না
সব লেখা লিখে ফেলেছে অন্য লেখকরা ,
ধূর্ত ও কামুকরা রাজত্ব করছে ফেসবুকে
আর আমি লিখে চলেছি সেই অন্ধকার
আছন্ন সময়ের কথাবার্তা।