জীবনটাকে পরীক্ষা করতে চায় সকলে,
ভেজা না নোনতা, মিষ্টি না তেঁতো,
বিকাল না সকাল, তবু পথ চলতে থাকি
আমার পাশে যদি অনেক প্রেমিকা থাকতো,
যদি সবাইকে ভালোবাসা জানাতে জানাতে
আমি কাঁদতে পারি আর বিদায় জানাতে পারি
ভয়ংকর একাকিত্বের অভিশাপ কে,
দেখো নীল আকাশের কোণে কালো মেঘের ছায়া, দেখো উত্তরের দিক থেকে একটা ঝড়ের পূর্বাভাস,
ঈশান কোণ কিন্তু রোদ ঝলমলে হাসি
মসজিদে আজান আর মন্দিরে ঘন্টাধ্বনি
আর আমি যীশুর ছবির পায়ের তলায় বসে ভালোবাসার কথা বলে চলেছি মোবাইলে
কোন অজানা নারীর সাথে,
যাকে চোখে দেখিনি,
তবুও ভালবেসেছি,
ভালোবাসার তো কোন ম্যাপ নেই,
নেই কোন সীমানা যে বলবে
ওই শিমুল গাছটা অব্দি যেতে পারো।
জীবনটাকে পরীক্ষা করতে চায় সকলে
সাদা না কালো, ফ্যাকাসে না রঙিন।