চারিদিকে হাহাকার বেদনার
তারই মধ্যে হুজুগেরা উল্লাস খোঁজে ।
এত ব্যাকুলতা কিসের
যে ব্যতিক্রমী সমাজ গড়তে চাও ?
দেখো যে যার সুবিধামতন রাস্তা পেয়ে
আখের গুছিয়ে বিপ্লবী সাজে ।
জায়গা মতন যদি নিজেকে বদলাতে না পারো
হেরে যাবে, কি দরকার এত নিরাশায় ভোগা,
তার চেয়ে বরং ভোগবাদে ভেসে যাও,
কত কষ্ট করে এই বেঁচে থাকা
তবু কেন যে অন্য পথে হাঁটতে চাও,
দেখো যারা ওই পথে
তাদের ওপর সন্ত্রাস নেমে আসে,
তবু তারা রক্তাক্ত শরীরেও
জীবনের গান গাইতে চায়,
তাদের কণ্ঠরোধ করতে চায় স্বৈরাচারীরা।
তার চেয়ে এসো ফুর্তিতে মাতি হাজারে হাজারে,
ভেসে যাই জনস্রোতে হুজুগে ভোগবাদে ।
উল্লাস চাপা দিতে চায় বিবেকের কান্না ,
তবু বোধের তীব্র যন্ত্রণায় গভীর অন্ধকারের
মধ্যেও দেখা যায় আগুনের ঝলসানি ,
না না এদেশ আর ও দেশের যুদ্ধের লেলিহান
শিখা নয় ,চেতনার বিস্ফোরণে, বোধের উত্তরণে
কোন ব্যাকরণ না মেনে ওরা সেই গান গায় ,
আর কবে আর কবে মানবিকতার উত্তরণ ঘটবে সমাজের সব কালোকে অস্বীকার করে ?
আর কবে আর কবে ….?