সময়ের বধ্যভূমিতে পড়ে থাকা স্মৃতির ফসিল,
চক্রাকারে আবর্তিত পথ ধরে হেঁটে যাওয়া,
পরিত্যক্ত বৃত্তের পরিধি বরাবর।
শূন্যের দিকে তাকিয়ে আত্মবিলাপ, অস্ফূট উচ্চারণ,
দীর্ঘশ্বাসের ছন্দপতন, ঘুলিয়ে যাওয়া আত্মবিশ্বাস,
এই সব মিলে মিশে একাকার হয়ে গেছে আজ!
বিবর্ণ পাতায় রঙ ভরে নিই,এমন সাধ্য কই?
সাধ আর সাধ্যের মধ্যে ফারাক বিস্তর!
অপেক্ষা , অভিমান এই শব্দগুলো বড়োই নিরর্থক।
জীবন অনিশ্চিত! কতকিছু রয়ে গেল বাকী
পুরানো পথের দাগে দাগে পা মিলিয়ে চলা, যন্ত্রবৎ।
অনুভবে আসেনা আর কোন অনুভূতি,
অস্ফূট আতর্নাদ ধ্বনিত হয়না আর স্ফূরিত অধরে,
আজ শুধু ফুরিয়ে যাওয়ার বোধ।
ক্ষয়িষ্ণু সমাজের কাছে তবু কত ঋণ!
অমোঘ গন্তব্যেই শুধু নিশ্চিত সংহতি।