চকচকে টাঁক নিয়ে দাদু চলে বাজারে
ডাক্তার বলে সবে আসলে সে হাতুড়ে
লোড়ঝরে ব্যাগটাকে বগলেতে গলিয়ে
ঝরে ঝরে বাইকটাতে বসতো সে দাবিয়ে
কোষত হিসেব বসে আনা পাই পয়সার
গেলে কাছে বলতো- বল হে,কি দরকার?
হলে কাশি বলে রাখি ওষুধটা খাওয়া চাই
জ্বর হলে নিয়মিত প্রেসারটা মেপো ভাই
এক শিশি একবারে ঢক করে গিলবে
যদি পড়ে মাটিতে? চেটে চেটে তুলবে
মনে রেখো বলে রাখি যদি হয় সর্দি
কান গলা ঢেকে রেখো দিয়ে মোটা উর্দি।
রোজ ভরে মনে করে, স্নান সেরে সকলের আগেতে
গোটা ডিম খেতে হবে প্রাতঃরাশের পাতেতে
এইভাবে চলো যদি সর্দিটা কোমবে।
বাকি কথা পরে হবে ভিজিটটা আগে চাই
বলতো সবাই নাকি হিসেবেতে পাকা সে।
খসখস করে লিখে দিত সব নোট প্যাডেতে
গুনে নিয়ে টাকাকড়ি গম্ভীর স্বরেতে।
বলে ওঠে ভয় নেই আছি রাতবিরেতে