ন্যাকামোর কান ধরে সাজা দেব বলে
প্রস্তুত হই চুপিসারে খুব সাবধানে ,
ন্যাকারা আশেপাশে ঘাড়ে নিঃশ্বাস ফেলে
কাজের জন্য এগোই যখন কোনো প্রয়োজনে।
বিষদাঁত দিয়ে বিষ তুলব ভেবে
শানাতে থাকে ইহকাল,
কোথা থেকে একদল জোকার এসে
সব করতে চায় নয়ছয়
ন্যাকামির যত অসুস্থ আয়োজনে।
কারোর মতে কলিকালে ঘোড়ার তেজ
অপরিসীমভাবে ঘোরায় না ছড়ি কোথাও,
অযথা কালো কালো মেঘের সমাবেশে
বাইরের হাওয়ায় গা-ভাসানো
শৌখিন বিলাসিতার শুধু-ই অন্য নাম।