বউটি আমার বেজায় অলস
যক্ষি রাজার কন্যে,
মধুর কথায় শব্দের কলস
ঢালে সবার জন্যে।
কাজের বেলায় অষ্টরম্ভা
পটের বিবি- সাজে,
বিধিলিপি খন্ডায় কেবা
কপালে দুখ রাজে।
বউটি আমার দারুন দেখতে
তাইতো বাসি ভালো,
জড়ায় যখন সোহাগেতে
জ্বলে খুশির আলো।
হাত পুড়িয়ে রেঁধে দিলে
বউয়ের খুশি মুখ,
লোকের কাছে বলার নেই মুখ
যতো লাগুক দুখ্।