ছোটবেলায় বলতে শুনতাম ‘তোর মাথায় গোবর ভরা’,
এখন শুনি উল্টো পাল্টা অনেক কিছুই তাতে ভরা!
গোবরে তো জমি উর্বর করে!
তাহলে আমার কপালটাই খারাপ।
খোঁচা লাগলে রক্ত বেরবে, তা বলে গবেষণার জন্য ঘিলুটাই চাই!
হৃদয়টাও বিকল ; ফুল আর মনে ধরে না, বরং মৃত্যুর চাদর মনে হয়।
আজকের রক্তের রঙ বড় আঁশটে বাসী গন্ধ কালো জমাট বাঁধা,
মাথায় আগুন জ্বলে না, তবে তাতে আছে কিছুটা কর্তব।
প্রতারকেরা হাত বাড়িয়ে, কেমন আশ্চর্য নয় কি?
সর্বশক্তিমান ঈশ্বর আকার- নিরাকার সাবধানে থাকবেন
যখন তখন স্বর্গ থেকে কোমরে দড়ি দিয়ে হিড়হিড় করে টেনে নামাতে পারে বাই ফোকাল পয়েন্টের লোকেরা।