টাকা নাই, কিন্তু জিনিস চাই
ক্ষতি নাই,জিনিসে করো ঘর বোঝাই।
সহজ কিস্তিতে নিয়ে যাও ভাই
টিভি, ফ্রিজ, গ্যাজেট যা যা চাই।
বসে আছি টাকা নিয়ে
তোমাদের জন্য, পথ চেয়ে।
দিচ্ছি তোমাদের সুযোগ আমি
নিয়ে যাও জিনিস দামি দামি।
বাড়ি নেই, কিন্তু কিনতে চাও
মাসিক কিস্তি দিয়ে, কিনে নাও।
সুখী গৃহকোণ গড়ে তোল
টাকা হাতে নাইবা থাকল।
গাড়ি চাই, নিয়ে যাও সবাই
বসে আছি গাড়ি নিয়ে ভাই।
ব্যবসা করবে, কিন্তু মূলধন নাই
কাছে এসো, আর শুরু করো ভাই।
ঘুরতে যাবার ইচ্ছে আছে,কিন্তু টাকা নাই
চলে এসো মোদের কাছে, ইচ্ছাপূরণ করো ভাই।
মাসে মাসে কিস্তি দাও
আর জীবনটাকে গড়ে নাও।
কিন্তু ভাই অতি সাবধান
মাসিক কিস্তি দাও সর্বক্ষণ।
কেড়ে কিন্তু নেব আমি
ঋণখেলাপি যদি হও তুমি।।