আমার সুরের সাধন রইল পড়ে।
চেয়ে চেয়ে কাটল বেলা
কেমন করে।
দেখি সকল অঙ্গ দিয়ে,
কী যে দেখি বলব কী এ–
গানের মতো চোখে বাজে
রূপের ঘোরে।
সবুজ সুধা এই ধরণীর
অঞ্জলিতে
কেমন করে ওঠে ভরে
আমার চিতে।
আমার সকল ভাবনাগুলি
ফুলের মতো নিল তুলি,
আশ্বিনের ওই আঁচলখানি
গেল ভরে।
Home » আমার সুরের সাধন রইল পড়ে || Rabindranath Tagore
আমার সুরের সাধন রইল পড়ে || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
সম্পর্কিত পোস্ট
সূর্য ও ফুল (মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
মহীয়সী মহিমার আগ্নেয় কুসুমসূর্য, ধায় লভিবারে বিশ্রামের ঘুম।ভাঙা এক ভিত্তি-‘পরে…
সম্মিলন (সেথায় কপোত-বধূ লতার আড়ালে) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 2 min read
সেথায় কপোত-বধূ লতার আড়ালেদিবানিশি গাহে শুধু প্রেমের বিলাপ।নবীন চাঁদের করে…
বিসর্জন (যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা) || Rabindranath Tagore
- কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুর
- 1 min read
যে তোরে বাসেরে ভালো, তারে ভালোবেসে বাছা,চিরকাল সুখে তুই রোস্।বিদায়!…