আমার সাথী
আমার দক্ষিণের বারান্দা আমার সাথে গল্প করে—–
আকাশ ভাঙ্গা বৃষ্টি যখন গাছপালাগুলো কেঅস্থির করে তোলে,
দক্ষিণের বারান্দা রেলিং এর ফাঁক গলে গিরিকর্ণিকা আর জুঁইয়ের শাখা উঁকি মারে,
রজনীগন্ধার ডাঁটি গর্বিত সুগন্ধে সারা চরাচর সুবাসিত করে—-
দক্ষিণের বারান্দা আমার সাথে গল্প করে!
মনখারাপী দুপুরে যখন বিষন্ন কুবো পাখির ডাক
সারা দুপুরটা কে বিষাদে আতুর করে তোলে,
সেই বিষাদ ছুঁয়ে যায় আমার উদাসী মন কে—
দক্ষিণের বারান্দা আমায় তখন সুখ-দুঃখের গল্প কথা শোনায়!
দূর দিগন্তের পানে ,বড় রাস্তার গডানের রাঙ্গামাটির পথের বাঁকে,
যখন উদাসী খেয়ালি মনটা উড়ান টানে
দক্ষিণের বারান্দা পিছুটানে আমায় পরান কথায়।
টিপ টিপ বৃষ্টি ফোটা যখন আমার কপালে আদরের স্পর্শ জাগায়
সেই বৃষ্টির ফোটার ছোঁয়ার সাথে সঙ্গত করে দক্ষিণের বারান্দা!
রেলিং ঘেরা মাধবীলতার পেলব সবুজ, হেমপুষ্পা চাঁপার স্বর্ণ আভা, মনকে ভালোবাসায় ভরে দেয়!
মন আনন্দে ফেরে আপন যাপন বৃত্তে।
রূপোঝুরি জোৎস্না যখন চাঁপার ডালের ফাঁকে লুকোচুরি খেলে
মৃদুমন্দ বাতাসে নারকেলের পাতার ঝিরঝিরে
ছায়া কাঁপে
আমার দক্ষিণের বারান্দা আমায় গল্প শোনায়—– ভালোবাসার!
গহীন রাতের বুকের কাঁপন যখন মনের তারে অনুরণন তোলে
নিশি টহলে বেরোনো পরিযায়ী ডানার আহ্বান আসে মনে
দক্ষিণের বারান্দা আমার বিবাগী মনকে ভালোবাসায় সোহাগে ভরিয়ে তোলে
ফিরিয়ে আনে আপন যাপন বৃত্তে।
আমার দক্ষিণের বারান্দা আমার মন সহেলী,
আমার সহ যাপনের সাথী।