কর্মজীবনের ব্যস্ততায় জীবনটা ছিল রসহীন,
আজ অবসর জীবনের
মুহুর্তগুলো মনেহয় অর্থহীন,
গোলাপের সৌন্দর্য্য সুগন্ধ
আবেশ আনে,
অবসরজীবনে অর্থ চিন্তা বাবলা কাঁটার পরশ আনে,
সংসারে বিশ্বাসের পাত্ররাই
বিশ্বাসঘাতকতা করে,
কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষী
মিথ্যাচারের হাত ধরে,
চারিধারে পরিবেশ আজ অগ্নিগর্ভ সংকটময়,
ঘরে বাইরে পরিস্থিতি অনুকূল নয়,
বিরহ বেদনাদায়ক হলেও ফেরার আশা থাকে,
অবসরপ্রাপ্তরা সংসার সমুদ্রে
খড়কুটো খুঁজতে থাকে,