অসম্ভবের ছায়া আঁকি আশাঘেরা প্রান্তরের মনে
মনের শরীরে বাসি রোদ পড়ার আগেই
ঈষদুষ্ণ ছায়া ভাসে ফুরফুরে সম্ভাবনার জলে
জলকে দিই প্রাণের যে কোনও আকৃতির প্রকৃতি প্রতিভা
নির্জন অ্যামিবার নীল যন্ত্রণা , ডাইনোসর সন্ন্যাসীর শ্বাস ,
সমবেত তিমির সংসার , জাতকের প্রেমের পরিধি …
সম্ভাবনার সাথে সম্ভাবনার স্বাদু সহবাস হলে
ইচ্ছের মিলে উড়ে মৃত্যুর ছানি ফুঁড়ে
প্রতিদিন জেগে উঠি হৃদয়ের হ্যামলিন ভোরে ।