তোমার স্মৃতি নিয়েই আমার জীবন বোনা,
মন গোপনে চুপকথাদের আনাগোনা।
মনের ব্যথা গুমরে মরে,
অশ্রু হয়ে ঝরে পড়ে।
প্রহর গুনি হয়তো তুমি বলবে হেসে,
পথ চাওয়া কী শেষ হলো গো অবশেষে?
খুশিতে মন হবে তখন মত্ত মাতাল,
সোহাগ সুখে প্রেম যমুনা উথাল পাথাল।
ঝরনা হয়ে পড়বে ঝরে,
প্রীতি সোহাগ পরস্পরে ।
নতুন রঙে জীবন আবার উঠবে সেজে,
মিলন তিথির ইমন রাগের সুরটি বেজে।
মনের বীণায় রাগ অনুরাগ মিলেমিশে,
সুখের বাসা গড়বো তুলে এক নিমেষে।
মন ময়ূরী আনন্দেতে,
থাকবে ভেসে দিনে রাতে।
সুখ পাখিটার নৃত্য রবে ঘরের মাঝে,
স্বাধীনভাবে যখন তখন সকাল সাঁঝে।
এসো প্রিয় পথ চেয়ে রই তোমার তরে,
সময় যেন কৃপণ অতি ছুটছে জোরে।
একা থাকা মোর বিজনে,
আর সহেনা তোমায় বিনে
আসছে পুজো মন যে আমার উদাস অতি,
আলোক ধারায় দাও ভরিয়ে মনের গতি।