একটা স্বপ্নের পিছনে স্বপ্ন দেখতে দেখতে সারারাত জাগলাম
সারারাত ছুটলাম
স্বপ্নের ঘোরেই আমার হাত; পা; মাথা–
আমার শরীরের সমস্তটাই যেন ব্যথায় ভার হয়ে আছে,
এই স্বপ্নের শেষে কি আদৌ কোন ভোর আছে?
নাকি স্বপ্নরা আমার সাথে ছলনা করছে?
স্বপ্ন ভাঙার পরে জ্ঞান ফিরলেই পাখিদের সাথে যোগাযোগ করবো
পাখিরাও স্বপ্ন দেখেছিল আমার মতো?
নাকি ওরা কেবল ঘুমিয়েছে সারারাত?
সুস্থ মানুষের মতো আমি আর সুস্থভাবে ঘুমোতে পারলাম না
ঘুমোতে পারেনি হয়তো পাখিরাও
স্বপ্ন দেখতে দেখতে দুঃস্বপ্নের স্বপ্নরা আজ হয়েছে স্বপ্নময়;
স্বপ্নের মাঝে স্বপ্ন হারায়
স্বপ্নতেই আজ স্বপ্নভঙ্গ গোটা বিশ্বময়,
কোন কোন স্বপ্ন আবার সর্পের সমান
স্বপ্ন যদি সঠিক না হয় তবে স্বপ্ন নামক সর্পের কোলেই জীবন নিদান।