শিষ্টাচার হয় চরিত্রের এক
মহান স্বভাব গুণ,
মনের মাঝে জাগায় আবেগ
মানবতার ভ্রূণ।
হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভাব
দেয়না মনে স্থান,
সকল জনকে যথাযথ
সম্মান করে দান।
দেশ ও জাতির কল্যাণ তরে
করে সেবা কাজ,
অন্যায় অসৎ পথ এড়িয়ে
চলে জগৎ মাঝ।
শিষ্টাচারের শিক্ষা লাভ
পুঁথিতে না হয়,
পিতামাতার শিক্ষায় হৃদে
সৎ চেতনা বয়।
শিষ্টাচার এক সৌজন্য বোধ
হৃদে করে বাস,
ভদ্রতা আর শালীনতা
থাকে তাতে রাশ।