মেয়ে সেতো শুধু মেয়ে নয় তারা
কন্যা জননী জায়া।
জীবনে জড়ানো হৃদয় মোড়ানো
অদ্ভূত মোহ মায়া।
ইট কাঠে গড়া ঘরের ভেতর
কোথা বলো সেই প্রাণ !
কন্যা নামের সোনার পুতুলি
না থাকলে ম্রিয়মাণ।
বুকের ভেতর শেকড় ছড়ানো
উপড়ানো বড়ো দায়
সে প্রাণের টানে বারবার তাই
ছুটে ছুটে আসে যায়।