মনের মাঝের চুপকথারা বিষন্নতার গুমোট ঘরে,
বেদনভারে ছটফটিয়ে উতল হয় যে প্রকাশ তরে।
কলম হাতে লিখতে বসি রোদন দিনের কথাগুলি,
অতীতের দাগ হয়নি বেদাগ বুঝি যখন কলম তুলি।
কাহিনী সব অন্তর মাঝে থরে থরে সেজে রাজে,
বিনিদ্র রাত কাটাই শুধু স্মৃতির অলুক পাহাড় খাঁজে।
মন গহীনের প্রান্ত রেখায় আশার প্রদীপ তবু জ্বলে,
সাতকাহনের ছিন্ন পাতায় ভেজা রোদ্দুর গল্প বলে।
এলোমেলো ছন্দ দোলায় খুশির তরী পালটি তুলে,
উদাসী মন হঠাৎ করেই হারায় কোথায় কষ্ট ভুলে।
মেঘ রোদ্দুরের অচিনপুরে বাউরা মনে ধায় সে দূরে,
নিমেষ পলে কোন্ হরষে ইমন রাগের অলীক সুরে।
ভেজা ভেজা মেঘ রোদ্দুরে খেলে সুন্দর মেঘমালা,
রামধনু তার বাসর সাজায় কত রূপের আলোক ঢালা।
মেঘ রোদ্দুরের লুকোচুরি চলছে সেথায় অবিরত,
বিবশ এ মন দেখে খুশি জুড়ায় হৃদের বেদন ক্ষত।
সাতকাহনের গল্পকথা মেঘে মেঘে প্রকাশ যে পায়,
দ্বিগবলয়ে তেপান্তরে মন পুলকে ভেসে বেড়ায়।
সুখ খুঁজে পাই যেদিক তাকাই নব নন্দে ভরে যে বুক,
আকাশ নীলে ভেজা রৌদ্রে বিলায় মনের সমস্ত দুখ।