বন্ধুর বাঁশি শোনাও বন্ধু
পৃথিবীর ব্যাস ফুঁড়ে ,
বোস্টন আর দ্বারকার মেঘে
বর্ষা শরীর জুড়ে ।
আমরা বন্ধু মিলে মিল ঝরি
যেমন কৃষ্ণ ঝরে ,
সুদামার খুঁটে চালভাজা প্রেমে
রাজসূয় চরাচরে ।
মনের ভিতরে মন কথা বলে
চুপচাপ সুরে ভেরী ,
দূরত্ব নয় , মনে মন হলে
ডুমুরের ঠোঁটে চেরী ।
কোনও কথা নয় , ঠোঁটের ঠমকে
আগামী পড়তে পারি ,
একি আনন্দে রেখেছো প্রকৃতি
প্রশ্বাসে শুকসারী ।
যে কথা গোপন , সংসারে আর
কাউকে যায় না বলা ,
সে কথার তোড়ে রিমঝিম ভোরে
জোয়ারের ষোলোকলা ।
বন্ধুতা বনে প্রাণের প্রহরী
পাশে পাশে প্রত্যয় ,
বহমান মনে বন্ধুতা বীণা
সেরা প্রিয় অব্যয় ।