“ধরায় রাজে বসন্ত রঙ দিক দিগন্ত জুড়ে
শিমুল পলাশ সাজায় আকাশ রক্তিম রাগে দূরে।
মেঠো পথের ধারে ধারে থোকায় কিংশুক ফুটে
মৌমাছিরা চঞ্চল রূপে যাচ্ছে দেখো ছুটে।
ফুলের মধু খাবে শুধু লাল পলাশের নেশা
নাচানাচি মাতামাতি এটাই যেন পেশা।
কল’তানে মুখর সন্ধ্যা অস্তাচলের রাগে
ফিরছে কুলায় বিহগেরা ডানার ঝাপট জাগে।
ভেলভেট লালের পুষ্প শয্যা বৃক্ষতলে ঘাসে
ওরে পলাশ ওরে শিমুল রাঙায় ফাগুন মাসে।
লাল বিছানা মখমল গদি ইশারাতে ডাকে
কৃষ্ণচূড়া বলছে তখন আমায় দেখো শাখে।
ফাগুন বেলায় কুহুতানে মনকেমনের পালা
বাউল প্রেমিক নাচে গানে ধরায় মনে জ্বালা।
দোল পার্বনে ফাগ আবিরে সাজবে ফাগুন বেলা
রঙের ছোঁয়ায় রঙিন সাজে সোনাঝুরির মেলা।