গোধূলি বেলায় অস্ত রাগের ম্লান আলোকের রেখা,
মন আয়নায় ফুটে ওঠা ছবি রেখে যায় স্মৃতি দাগ,
কাব্য চিরাগে বক্ষ ভিতরে পোড়া ক্ষত ফিরে দেখা।
চুপ কথাগুলো অন্তর মাঝে জ্বেলে দেয় যেন আগ,
হৃদয় গহীনে তোলে ঝঙ্কার পূর্ব রাগের তরে,
অলীক পিয়াস গবাক্ষ পথে আনে বসন্ত রাগ।
চঞ্চল মন অজান্তে ছুটে স্মৃতির হিসেব ঘরে,
ফিরে ফিরে দেখে জীবন জলসা কত ফিকে অতিশয়,
হার মানা হার নীরবে গোপনে রেখেছি যতন করে।
যোগ বিয়োগের যাত্রাপথের অন্তিমে বোধোদয়,
আঙিনায় যেন মিলন মেলার ধ্রুবতারা দেয় দিশা,
অমরসঙ্গী চিরদিন তুমি দিলে হেন বরাভয়,
বার্তা তোমার হাতে এলো শেষে ঘুচে গেল অমানিশা,
চিত্ত দোদুল প্রণয় আবেশে উদ্বেলিত জিগীষা।