গায় যে কোকিল ফাগুন সময়
ফাগুন আগুনে হয়ে তন্ময়,
উদাসীন বুঝি সাথী তরে হায়
কুহু তানে তাই দিবস মাতায়।
দিকে দিকে আম্র মুকুল ছায়
অশোক কিংশুক লালিমা ছড়ায়,
অলিদের গুঞ্জন কুসুমের বাগে
কলিরা প্রস্ফুটিত হয় সুখ রাগে।
বসন্তের দূত কোকিল যে হয়
বসন্ত বার্তা সাথে নিয়ে বয়,
সারা দিনমান মাতিয়ে রাখে
শাখে শাখে ঘুরে মিঠে সুর ডাকে।