সম্পর্কের বাঁধন কী এতই পলকা !
কী করে সঞ্চরণ সম্ভব সম্পর্ক থেকে সম্পর্কান্তরে!
বসন্তে আঁচলে বেঁধে প্রেমের মুকুল,
পুরানো স্মৃতির চর্বিত চর্বণ ।
তোমার স্মৃতি বিজড়িত দিন হয়তো মধুর রোমন্থনে,
সেই স্মৃতি জাল মেঘ হয়ে ঢেকে দেয় চাঁদের আলো,
আমার ক্ষণিক সুখের উৎসব।
স্বপ্ন প্রাসাদ মুহূর্তে ধূলিসাৎ প্রবল ভূকম্পনে।
প্রেম নিছক মধুর খেলা মাত্র নয়,
নয় বিরহের বেদনায় দীর্ঘ অশ্রু পাত
প্রেম কী তবে সর্বগ্রাসী নিষ্ঠুর এক ক্ষুধা !