বলতে পারো শেষ মানেই কি হয়ে যায় সব শেষ!
যে ছেলেটির স্বপ্ন ছিল একদিন হবে বিশেষ!
উচ্চশিক্ষিত হয়েও বেকার সে এখন ঘরে বসে, শুধুই হতাশা,
হবে কি তার স্বপ্ন পূরণ শেষ হবে কি দুর্দশা!
প্রতীক্ষাতে কাটে রাত দিন আসবে সুদিন তার,
বেকারত্বের জ্বালা শেষ হবে এবার।
সত্যিই কি আসবে সুদিন! যা বর্তমান হালচাল!
বিবশ হতাশ দিশেহারা সবেতেই আকাল।
যে যৌবন বসন্ত বয়ে আনে উচ্ছ্বাস প্রাণবন্ততা,
অর্থ অভাব বেকারত্ব পকেট ফাঁকা করেছে দিশেহারা,এনেছে নিরবতা।
পথ খুঁজতে খুঁজতে হয়েছে নিরাশ,
হবে কি শেষ সেই নিরাশার তমস!
শেষ হবে কি সমাজের গড্ডলিকা প্রবাহ, ধামাধরা উন্নয়নের গতি,
হবে কি বেকারদের কর্মসংস্থান ,শেষ হবে কি স্বজন পোষণ নীতি!
শেষ হবে কি নৈরাজ্যতা নারী ধর্ষণ নির্যাতন!
বঞ্চিত হবেনা কেউ মান্যতা পাবে যোগ্যতা মতন।
প্রশ্ন থেকে যায় বারে বার,
মানুষ কি ফিরে পাবে প্রকৃত বাঁচার অধিকার?
শেষ হবে কি হিংসা বিদ্বেষ হানাহানি সাম্প্রদায়িকতার?