একটা তুলকালাম রঙের ম্যাটিনি মুগ্ধ কবিতা লিখবো বলে আগের লটপটে অক্ষর শ্রম বিকেলের কূলে ভাসাতে গিয়ে দেখি পৃথিবীর সমস্ত বন্দর বানিজ্য ভুলে প্রজাপতি বন হয়ে যাচ্ছে ।
আমি এই দ্রাব্য দৃশ্য সুখে গলতে গলতে ডাইনোসর জন্মের কোলে ঘাস হয়ে ভাসি ।
হঠাৎই আদিম কঙ্কালগুলি মাটি ফুঁড়ে বলে — আমরা মরে গিয়ে আকরিক রেখে না গেলে তোমরা আসতে এবং বাঁচতে কীভাবে ?
আমি হিম যুগ পেরোতে না -পারা ম্যামথ বিষাদে চেয়ে থাকি পেঙ্গুইন ভোরের দিকে ।
মাতামহী সূর্য জিজ্ঞেস করেন — তোমরা শেষ নিঃশ্বাসে নবজাতকের পূর্ণ প্রশ্বাস রেখে যাচ্ছো তো ?
তাড়াতাড়ি সময়ের শরীর গুটিয়ে লুকিয়ে পড়ি বিছানার বীজে ।
নির্ধারিত কবিতার পরিবর্তে কেবলই তুলকালাম তছনছ হয়ে যাই ।