দূর পাহাড় টিলায় সোনাঝুরি গ্ৰাম
পাদদেশে ছুটে চলে নদীটি কোপাই,
উড়ে সেথা দলে পাখি বালিহাঁস নাম
শান্তিনিকেতন কাছে আছে যে খোয়াই।
শান্ত স্নিগ্ধ পরিবেশ মন খুশি তাই
তরু ছায়া আল পথে বাউলের গান,
পরিযায়ী পাখি কত এসে নেয় ঠাঁই
অপরূপ শোভা দেখে ভরে উঠে প্রাণ।
ডিম পাড়ে বালিহাঁস নির্জন এ স্থান
জলাধারে চলে ভেসে সারিবদ্ধ হয়ে,
কখনোবা পাখা মেলে করে ডুব স্নান
বিচঞ্চল ঘুরে ফিরে কখনো বা ভয়ে।
সৌন্দর্য অপার সেথা মনোরম বেশ,
ঘুরে এসে মন মাঝে থেকে যায় রেশ।