রাস্তা জুড়ে চওড়া মিছিল
মিছিলে সামিল হওয়া সব যুবক-যুবতীর হাতে একটা শুকনো রুটি
রুটির ওপরে লেখা আছে———–
নিয়োগ চাই; নিয়োগ চাই; নিয়োগ চাই।
প্রকৃত শিক্ষিত মানুষদের চাকরি চাই
দায় শূন্য এই মরা পৃথিবীর বুকে–
আবার পুনরায় দায়বদ্ধতার সমাজ চাই
পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে
ভিত গড়া এক মজবুত মেলবন্ধন চাই,
বৃদ্ধাশ্রম হতে সকল বৃদ্ধ-বৃদ্ধাদের মুক্তি চাই
আমাদের সকলের সুরক্ষিত আশ্রয় চাই,
মিছিল চলেছে বহুদূর পর্যন্ত
দাবির জন্য দাবি তুলছে সবাই
চারিদিকে কথা শুধু একটাই নাই.. নাই.. নাই……
শুধু নাই; শুধু নাই; শুধু নাই; চারিদিকে শুধু নাই।