ভালো তো বাসিনি তোমকে,
শুধুই কষ্ট দিয়েছি অনাদরে,অবহেলে,
ভালোবাসা ভালো থাক অনুভবের ঘরে।
গভীরে কান পাতলে শুনতে পাবে ঠিক,
হৃদয়ের অবিশ্রান্ত লাবডুব শব্দের তোলপাড়ে,
ভালোবেসে ছিল কেউ মন প্রাণ উজার করে,
যা কিছু ভুল ত্রুটি ছিল অভিমানে,
আমায় ক্ষমা করে দিও প্রিয় নিজ গুণে!!