সকাল হতেই দশভুজা মাথায় রেখে কাজের ভার
জুগিয়ে চলি যা দরকার নিয়ম মতো স্কুল, সংসার
আমার খোঁজ রাখবে কেন সবার কাছে ফ্যালনা নই!
কাজের মাসীর বাঁচছে টাকা তাইতো জোট বাঁধছে সবাই।
নির্বিচারে আজ অবধি গাধার মতো বইছি মোট,
হিসেব করে খেরো খাতায় মনের সুখে লিখছে নোট।
ঘুম এসেছে ক্লান্ত চোখে,জাগিয়ে দেয় কড়ার ঘায়।
দুয়ার আঁটা! আকুল মন ক্রোধ উগরে শান্ত হয়।
একটু ছোঁয়া খানিক আশা,পেয়েছি সুখ ,দুঃখ ভরে,
কোথায় আশা, ভালোবাসার নেই কোনও লোভ মনের ঘরে।
ভালবাসার, ভালো থাকার তাই চাহিদা, অন্ধকারে!
সব পিপাসা জলাঞ্জলি তাই দিয়েছি যমের ঘরে।
দুঃখে কাতর জীবন তবু বার দুয়ারে আগল তুলে,
ঝড় ঝাপটায় সামলে রাখে,নাইবা গাঁথুক মালা ফুলে।
আগলে রাখে বন্ধনে যে এটুকু নয় কম তো কিছু!
তবুও বুকে স্বপ্ন আঁকি , চাওয়া পাওয়ার পিছু পিছু।