জানি এ আমার কাঙালপনা
হয়তো প্রেম নয়,
ভালো আর বাসি কোই তোমায়?
অভিমানে সব করি নয় ছয়!
কালবৈশাখীর মতো আছড়ে পড়ি তোমার মায়াভরা বুকের ওমে লুটিয়ে পড়ি।
আমি যে তোমার মেঘ কন্যা নই,
তবুও শরৎ এলে,তোমার আকাশে সাদা পেঁজা তুলো মেঘের মতো ভাসি।
কিংবা অভিমানী শিউলির মতো টুপটাপ তোমার হৃদয়ের ঘরে ঝরি।
আমার এই শিউলি ফুল বিছানোর কাঙালপনার সুঘ্রাণ টুকুর শ্বাস তুমি নিও হৃদয় ভরে।।