কবিতাই আমার মন প্রাণ ভালোবাসা,
আমার আটপৌরে এই এক জীবনে কবিতা আমায় যা দিয়েছে,
তা আর কোথাও খুঁজে পাইনি!
স্বর্গ-মর্ত্য-পাতাল খুঁড়েও পাই নি।
তুমিই যে আমার জীবন্ত কবিতা।
আমার প্রিয় কবি।
তোমাকে যখন পড়ি,
মনে হয় শেষ হয়েও হলো না শেষ,
রয়ে গেল তাঁর অনুরণনের রেশ।
আবার নতুন করে তোমার প্রেমে পড়তে ইচ্ছে হয়,
ইচ্ছে হয় সোনালী রোদ্দুরের গন্ধ ছুঁয়ে পাগলপারা হতে।
কিংবা প্রবল বৃষ্টিতে তোমার গা ঘেঁষে হেঁটে যেতে!
নৌকা খানি ভেসে গেলে ভেসে যাক!
ডুবরির মতো ডুব সাঁতারে মণি মুক্ত ছেঁকে আনি।
আজও চোখে মুখে ঠোঁট লেগে আছে ভ্রমরের পরাগ রেণুর গন্ধ।
তুমি সৃষ্টির স্রোতে উজ্জীবিত কবিতা আর আমি সামান্য শব্দ শ্রমিক।
পায়রার মতো বকম বকম শব্দের বাহার।
তোমাকে ভাবলেই রবি ঠাকুর গান নিয়ে আসেন তাঁর ঝোলাতে!
“আমি তোমার প্রেমে হবো সবার কলঙ্ক ভাগী… “
আজও প্রিয় গান টি গুনগুনিয়ে উঠি
আর বলি,
আমি কবির প্রেমে নয়,
আমি কবির কবিতার প্রেমে পড়ি।