বাবা ছিলেন মাথার উপর
বটবৃক্ষের ছায়া,
কঠোর শাসন সারা জীবন
আড়াল করে মায়া।
কর্তব্য আর দায়িত্ব ভার
নিলেন কাঁধে তুলে,
সকাল সন্ধ্যা কাজের মাঝে
আরাম করা ভুলে।
আঙুল ধরে হাঁটতে শেখা
ছেলের আধো বুলি,
উচ্চপদে আসীন ছেলে
মনের দুয়ার খুলি।
চলার পথে বাধা যত
দুহাত দিয়ে তোলা,
ছেলের ভালো রাখতে গিয়ে
দুঃখ কষ্ট ভোলা।
মনের থেকে শক্ত বেজায়
কঠিনতার সাথে,
ভালো রেজাল্ট দেখলে হাসে
নরম স্পর্শ মাথে।
ছেঁড়া জামা ছেঁড়া চটি
কাটিয়ে দেন হেসে,
শপথ ছিল মানুষ করবে
আবেগে যান ভেসে।