মানুষ যে আজ নেইকো মানুষ বেপরোয়া জল্লাদ,
আত্মজনের সর্বনাশেই উৎকট আহ্লাদ।
হৃদয় ছিঁড়েছে বুক হতে তার আপন হাতের টানে,
হাতুড়ির ঘায়ে হৃদয় টুকরো সাঁড়াশি আক্রমণে।
কতকটা তার গেছে রসাতলে কতকটা আজ পণ্য,
কতকটা তার উদ্ধারে কাজ ছলে- বলে বড়ো ঘৃণ্য।
কতকটা তার লোভের আলাপে মিথ্যা প্রলাপ বকে,
কতকটা দেখি নিলামের হাটে চড়া দরে দাম হাঁকে।
মগজ যে তার ধোপদুরস্ত ধোলাইয়ের কারুকাজ,
যে কোন কর্ম-সাধনায় আর দেখি নাতো কোনো লাজ।
খন্ড হৃদয় ক্ষুদ্র বুদ্ধি রুদ্ধ করেছে দ্বার,
ক্ষুব্ধ জীবন কোনোভাবে হোক শোধ নেবে জেনো তার।