যশোদা প্রিয় পুত্র লালা
গোয়াল ঘরে দোঁহে,
দুধের হাঁড়ি দেখছে চেয়ে
অপরূপের মোহে।
পিছনে গাভী নির্নিমেষে
তাকিয়ে আছে চেয়ে,
মাতা ছেলের প্রেম দৃশ্য
স্নেহের রসে নেয়ে।
মাখনচোরা ডাকে সবাই
নবনী চুরি করে,
পুরবাসীরা নালিশ ঠোকে
শাস্তি দাও ধরে।
কপট রাগে বাঁধল মাতা
দড়ি বাঁধনে কষে,
মুচকি হাসি অধরে আজ
কানাই চুপে বসে।
ব্যাকুল মাতা কান্না করে
অবোধ শিশু ভেবে,
খানিক বাদে খোলে বাঁধন
চুমা খানিক নেবে।
কৃষ্ণ প্রেমে গোপিনী মাতে
মথুরাবাসী জনে,
সুবল সখা আর সুদামা
থাকে কানুর সনে।