অনুভবে আজ শুধু ফুরিয়ে যাওয়ার বোধ।
কেটে গেছে সেই লাজুক কিশোরী বেলা,
এলোমেলো তারুণ্যের কত অবরোধ!
কত বসন্ত ফিরে গেছে চেয়ে সোহাগ পরশ।
হেমন্তের পড়ন্ত বেলায় মন কেমনের ছায়া ,
অনুভবে আজ শুধু ফুরিয়ে যাওয়ার রেশ,
ক্ষণিক সুখের বিহ্বল আবেশ জড়ানো মায়া।
তবুও তো কাঁপে ছায়া আশ্রয়ের খোঁজে,
সবাই ব্যস্ত, অভিমানে নিজেকে খুঁজে ফেরা,
ক্ষণভঙ্গুর মন শুধু ভালোবাসা বোঝে।
ধ্বসে পড়া এই জীর্ণ জীবনে শূন্যতা অনুভব,
জীবনের খেলাঘরে নিস্প্রভ ঝাড়বাতি,
ফুরিয়ে যাবার খেলা হয়তো বা এও এক উৎসব!