বৃষ্টির ফোঁটায় নোনতা জলে সব ধুয়ে মুছে গেলে,
আকাশের বুকে রামধনু রঙ সাজে।
স্বপ্নীল রঙের স্বপ্ন নিয়ে জীবনের জলছবি আঁকে।
কতো আশা-প্রত্যাশা, ভরসা, প্রতিশ্রুতি আর ক্ষমা।
সবটুকু থাক সময়ের ঋণে তোমার কাছে জমা।
সম্পর্কিত পোস্ট

ভালোবাসার জমি || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
ভালো বাসায় এমন কি আছে?দু- চোখে নামে অকারণ বৃষ্টি!সুখে দুঃখে…

না হয় ভুল করেই বলতে || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
না হয় একটিবার ভুল করেই বলতে ভালোবাসি,এই কবিতা টি তোর…

বর্ষা এলে || Nivedita De
- আধুনিক কবিতা, আধুনিক সাহিত্য
- 1 min read
তুমি এলে বর্ষা বাদল দিনে,বৃষ্টি ভেজা প্রথম কদম ফুলে,সুবাস ছড়িয়ে…