বৃষ্টি তুমি নিঃশব্দ হও, দেখো —
কাশের শরীরে সঞ্চিত শোকের কান্না,
বিমর্ষ শ্রীহীনতায় তুলোর মতো ওড়ে শুভ্র যত…
শরৎ শেষে রাখাল মেঘে উত্তুরে হাওয়ার টান;
কুয়াশা আনে ধূসর আলোরঙে আশ্বিনের মৃদুস্বর।
বেল পাতায় চেনা ঘ্রাণ কাঠিতে মত্তবোল
শিউলি ঝরা এইক্ষণ, বিদায়ের মৌন কলোরোল,
ফিরে আসে আবার! যাযাবর এসময়
সুদূরমগ্নতায় খেয়ালী ধুলো ওড়ায় ,
নতজানু বিবর্ণকাশে কিছু শুভ্রতার রেশ
— নিঃস্বছায়া পড়ে তার মাটির বুকে !
পৌষের দূরাভাসে পাতাঝরা সংলাপে কিন্নরী-হিমশ্বাস,
ঋতুর পালাবদলে শুষ্ক কাশফুলে শুধু মর্মর দীর্ঘশ্বাস …।