কাজলা মেঘে ভরলো আকাশ
এসেছে যে আষাঢ়,
কাদম্বিনীর গুরু গুরু
বিজলির গমক বাহার।
অঝোর ঝরন বৃষ্টি ধারায়
কর থৈ থৈ ধরা,
আষাঢ়ে ভাসা রে বরিষণে
মন আনন্দে ভরা।
চাষির মুখে হাসি ফোটা
ভিজুক বসুন্ধরা।
কাজলা মেঘে ভরলো আকাশ
এসেছে যে আষাঢ়,
কাদম্বিনীর গুরু গুরু
বিজলির গমক বাহার।
অঝোর ঝরন বৃষ্টি ধারায়
কর থৈ থৈ ধরা,
আষাঢ়ে ভাসা রে বরিষণে
মন আনন্দে ভরা।
চাষির মুখে হাসি ফোটা
ভিজুক বসুন্ধরা।