বাবুই-কে ডেকে হেসে বলে যে চড়াই,
তুমি তো শিল্পের খুব করোগো বড়াই।
থাকো কত কষ্ট করে ওই কাঁচা ঘরে,
রোদ ঝড় বৃষ্টি বিঘ্ন সব সহ্য করে।
দেমাক তোমার অতি শিল্পী পাখি বলে,
অথচ ভয়েতে মরো ঝড় বৃষ্টি হলে।
বর্ষাকালে রাত কাটে বুকে ভীতি নিয়ে,
ঝড় জলে যদি বাসা পড়ে ভূমে গিয়ে।
আমি থাকি কত সুখে গৃহের দালানে,
পাকা বাড়ি নেই কোনো বিপদ সেখানে।
ঝড় বৃষ্টি তপ্ত রোদে থাকি মহাসুখে,
চিন্তা ভয় কিছু নেই রই হাসি মুখে।
বাবুই মধুর হেসে বলে মোর বাসা,
নিজ হাতে গড়া বেশ শক্ত পোক্ত খাসা।
যতই সুখেতে থাকো ও যে পরবাস,
স্বাধীনতা নেই সেথা বিঘ্ন ভয় রাশ।