একদিন হঠাৎ রাস্তায় দেখা।
প্রশ্ন করলাম;
স্যার আপনার নাম?
আমি পরমেশ্বর।
দিন চলতে চলতে মানুষটার সাথে প্রায়—–
কয়েক বছর ধরে আমার সুসম্পর্ক।
প্রায়ই দেখি হাতে একটা ছোট্ট পলিথিনের প্লাস্টিকে করে দু একটি কাগজ নিয়ে কোথায় যায়।
দেখা হলেই ছুটে গিয়ে প্রণাম করি,
মানুষটা আগে কাঁচা মাটির বাড়িতে থাকতো
তিন ছেলেপুলে; নাতি নাতনি; ঘরে অসুস্থ বউ ভুগছে সারা বছর।
তিনি কি কাজ করে অর্থ উপায় করেন তা কেউ জানে না
তার পেশাগত পরিচয় জানতে চাইলে উত্তর একটাই
“ঐ কোনরকম চলে যাচ্ছে”।
এই কোনরকম চলতে চলতেই………….
প্রথমে দরমার বেরার আধ পাকা বাড়ি,
কিছুদিন পরেই এক্কেবারে সরাসরি পাকাপোক্ত রাজপ্রাসাদ।
এখনো দেখা হয় মাঝে মাঝে,
জিজ্ঞেস করি স্যার কেমন আছেন?
উত্তর সেই আগেরই মতন;
“ঐ আছি আর কি”।
আমি একজন খেটে খাওয়া শ্রমিক।
আমি একজন কবি।
আমার পরিচয় সবাই জানে।
আর কোনরকম চলে যাওয়া মানুষটি হলেন বর্তমানে ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের একজন আঞ্চলিক নেতা।
উনার পেশাগত পরিচয় কেউ জানে না,
শুধু জানে উনার দিন কাটছে কোনমতে প্লাস্টিক হাতে।