মন হারিয়ে গেছে কোন সে অজানায়
কথাগুলো হারাবো হারাবো করছে হায়!
অদ্ভুত রহস্যময় জীবনের প্রতি পলে পলে–
আয়নায় প্রতিফলিত অচেনা মুখচ্ছবি!
নিজেকে হারানোর ব্যথারা হারিয়েছে বুঝি।
দুরন্ত ইচ্ছা গুলো উত্তুরে হাওয়ায় ভেসে গেছে
কেন জানি না ‘মূহুর্ত কে ভুলে থাকা বৃথা’,
সাগরের বেলাভূমি নির্জন সৈকতে অন্তহীন!
মনের অতলে সাগরের অতলান্ত খুঁজে ফিরি;
শুধু একঝাঁক গভীর আঁধার ঘিরে রয়,চারিপাশ।
প্রহর গুনি একাকী হাজারো তারার মাঝে —
দিবসের সব সুর মনোবীণায় বেসুরো বাজে!
কতকালের অসীম আকাশ , অবুঝ প্রায়ান্ধকার,
নিঠুর প্রকৃতি কুয়াশায় মুখ ঢেকে আড়ালে রয়
তবু সহসা বহুদূরে আলোকবিন্দু চুপিচুপি কথা কয় !
নীরবে নিভৃতে একরাশ অনুভূতি স্তব্ধ নিরাশায়।।