আমাকে আশ্চর্য বিপন্ন করো তুমি
প্যাচে প্যাচে আষ্টেপৃষ্টে জড়ানো আকুলপাথার
মাথার বালিশ সরে গেলে জাগে উচ্চচাপ
সে সময় বেদনার কাঠগড়ায় লুঠ হয়
স্থাবরজঙ্গম, মাশুল গুনে ছাড়ান যায় না তাকে
জানে সবাই তবু অজানার ভান বাঁচায় নিজেকে
ঘৃণা বদলে দেয় তোমার ভাষণ
পাওনার ভিক্ষাপাত্রে ঝোলে আশ্বাস অভিবাদন নাই মামার চেয়ে কানা মামা ভাল-
ছুটছে সবাই
এত ইন্দ্রজাল সূর্য-কে কাল করা যায়
বোঝানো যায় তোমার প্রদক্ষিণে ঝরে আলো
মাত্রাহীন আস্ফালনে আমোদ-উন্মাদ জনত্রাস
এই-তো ভাল না হওয়া আফগানিস্তান
আমরা উন্নততর নির্বাচিত উল্লাস,আমাদের কায়দাকানুন
ব্যতিক্রমী কিছু পাগল ভরপুর পাগলামি খ্যাত
উল্টোপাল্টা রটায়
কয়েকটা বুলেট, কারা অভ্যন্তর শুধরায় তাহাদের
সব কিছু মস্তিষ্ক নির্ভর নয় বুঝে নিতে হয়
অনেক বিশ্বাস থাকে, মেনে নিলে
ল্যাটা চুকে যায়