একটা বালির ঝড়, তারপর……….
সব শান্ত……
বালির নীচে চাপা পড়ে গেছে সব স্বপ্ন গুলো
আর ইচ্ছা করছে না..
বালি সরিয়ে আবার স্বপ্নগুলোকে খুঁজে বের করি
থাক না ওগুলো বালির নীচে
গুমরে মরুক ওরা!
কি বা যায় আসে……
মরুদ্যানের সন্ধান করতে গিয়ে মরিচীকার পিছনে
দৌড়েছি
হঠাৎ আসা একটা বালির ঝড় সব ওলোট পালোট
করে দিল।
আর… সব স্বপ্ন গুলো চাপা পড়ে গেল বালির নীচে।
ঠিক কতটা নীচে জানি না…..
এখন ফিরে যেতে চাই
আর ফেরত চাই না স্বপ্ন গুলো।
থাক……. ওগুলো বালির নীচেই চাপা থাক।
শতাব্দীর পর শতাব্দী……।