জাগো হিন্দু জাগো
আর ঘুমিয়ে নাহি থাকো
আমরা শান্ত ছিলাম শান্ত রবো
অন্যায় হলেই প্রতিবাদের কথা কবো
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো
আমাদের বন্ধু হলে আমরা তোমার বন্ধু হব
আমাদের শত্রু হলে আমরা তোমার শত্রু হব
আমাদের অস্ত্র দেখালে আমরাও তোমাদের অস্ত্র দেখাবো
আমাদের দিকে চোখ রাঙালে আমরা তোমাদেরকেও চোখ রাঙাবো
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো
আমাদের অধিকার কেড়ে নিলে আমরাও অধিকার ছিনিয়ে নেব।
আমাদের মা-বোনের ইজ্জত লুটে নিলে আমরাও তোমাদের ধ্বংস করব
আমাদের অস্তিত্ব বিনষ্টের চেষ্টা করলে আমরা তোমাদেরকেও নিশ্চিহ্ন করব
আমাদের দিকে তোমরা হও যদি উগ্র
আমরাও আছি তৈরি দেখাবো চূড়ান্ত বিদ্রোহ
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো
উগ্রপন্থী; কট্টরপন্থী; মৌলবাদী ভয় পাইনা তোমাদের
আরেকটিবার আমাদের দিকে অমন করে তাকিয়ে দেখো কি অবস্থা করি তোমাদের
মরতেই হবে মেরে মরবো
বাঁচতেই হবে বাঁচার মতোই বাঁচবো,
মরার আগে মরবো না
হারার আগে হারবো না
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো
তোমাদের অত্যাচার আর প্রলোভনে পা দিয়ে আমরা ধর্ম রূপান্তর হবো না
তোমাদের অত্যাচার নিপীড়নে আমরা মাথা নত করব না
তোমাদের হুমকি-ধুমকিকে উপেক্ষা করে এগিয়ে যাব লক্ষ্যমাত্রায়
পারো যদি তাকিয়ে দেখো আমরা ছুটছি কোন শুভ যাত্রায়
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো
লেপ কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে নাহি থাকো
বিপদে-আপদে স্বজাতির প্রতি একটু খেয়াল রাখো
জাগো হিন্দু জাগো
জাগো হিন্দু জাগো।