কোরান বলছে:
ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা
তোমরা
পরস্ত্রীকে নিয়ে
পালিয়ে যেয়ো না।
আগুন দিয়ো না
চার-চারটে
বউ রেখো না।
ধান কেটে নিয়ে যেয়ো না।
থেকে নিজের বউকে
ফোন কোরো না।
ওঁ স্বাহা, কারোর পকেট মেরো না
আলো এসে পড়ুক
অগ্নি আমার সাক্ষী
অরণি আমার প্রাণ
গোরুদান, অন্নদান আমার বৃত্তি
বায়ু আমার পিত্তনাশক
এলে উপনিষদ
একটা SMS পাঠাতো:
যা বিবিসি তাই সিএনএন।