আনন্দবাজার আর আলিমুদ্দিন একসঙ্গে হয় না— কেন, হচ্ছে তো?
তেলের খনিতে জল ঢুকেছে— তাই নাকি গো?
একদিন রায়চক সিঙ্গাপুর হবে— কী ভাল, কী ভাল
ঘুড়ি কখনো পৃথিবীতে থাকতে চায় না— যাচ্চলে!
প্রেমে পড়লে টুথপেস্ট বেশি লাগে— লাগবে না?
কার্ল মার্কস বাঙালির ঘরে এক পায়ে দাঁড়িয়ে— উনি কি তালগাছ?
সব বিষয়ে মন্ত্রীরা কথা বলবেন না— এই তুমি মন্ত্রী?
শঙ্খ ঘোষ আর বাদল বসুকে কালো জামা পড়াতে পারবেন?
আমি কাউকে রেয়াৎ করি না— কী কইলেন, ঘোড়ায় হাসব।
নোরা জোন্স না অনুষ্কা কে ভাল, চেপে যা পণ্ডিতজী বকবেন।
বড় গিরগিটি ছোট গিরগিটিদের খেয়ে ফেলে— নমঃ বিষ্ণু, নমঃ
আমরা ডাক্তার নই, আমরা অসুখ— ইতি একজন ফুচকাঅলা।